News

কাতার সফররত শাইখুল হুফ্ফাজ হাফেজ ক্বারী আব্দুল হক সাহেবকে নুজুম গ্রুপের সংবর্ধনা প্রদান

গতকাল দুপুরে নুজুম গ্রুপের হেড অফিসে কাতার সফররত শাইখুল হুফ্ফাজ হাফেজ ক্বারী আব্দুল হক সাহেবকে সংবর্ধনা প্রদান করে নুজুম গ্রুপ।
নুজুম গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরু লগ্নে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী নূর মোহাম্মদ, সুললিত কন্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ মাওলানা মাসুদ কায়সার।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত হাফেজ মাওলানা এনামুল হক, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এরশাদ আকমল, কাতার ওযারাতুল আওকাফের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ইমতিয়াজুল ইসলাম মিলন সহ অনেকে।
অতিথিদের হাতে নুজুম গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, এডমিন ডিরেক্টর হাফিজুর রহমান নাহিদ ও মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ।
প্রধান অতিথি শাইখুল হুফ্ফাজ হাফেজ ক্বারী আব্দুল হক সাহেবের আলোচনা ও দোয়ার ম্যাধমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?