Course

গ্রাফিক্স ডিজাইন বাংলা কোর্স ব্যাচ ০১

কাতারে প্রথমবারের মত স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে নুজুম ট্রেনিং সেন্টার শুরু করতে যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনার বিগেনার টু এক্সপার্ট কোর্স। আমাদের এই কোর্সে আমরা একবারে ব্যাসিক থেকে আমরা শুরু করবো। সুতরাং যারা মোটামোটি কম্পিউটার চালানো জানেন তারা ও এই কোর্স করতে পারবেন। আমাদের এই কোর্সে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটরের ব্যাসিক থেকে এডভান্স পর্যন্ত শিখাবো।  বোনাস হিসাবে থাকবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে গাইডলাইন।

কেনো গ্রাফিক্স ডিজাইন শিখবেন? 

গ্রাফিক্স ডিজাইন একটি স্মার্ট স্কিল যেই স্কিল শিখলে আপনি অনলাইনে যেমন ফ্রিল্যান্সিং করতে পারবেন ঠিক থেমনি আপনি অফলাইনে ও যে কোন প্রিন্টের দোকানে কিংবা যে কোন অফিসে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন। এছাড়া ও চাইলে আপনি নিজে আপনার এজেন্সি করতে পারবেন। সহজ কথায় যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন তাহলে নিসন্ধহে আপনি যে কোন ভালো যায়গায় জব করতে পারবেন এবং ঘরে বসে ও আয় করতে পারবেন। Adobe Illustrator vs Photoshop : Which is Best for You? | Fotor

আমাদের ২৪ টি ক্লাসে যা শিখানো হবে একনজরে দেখে দিন। 

  • এডোবি ফটোশপ পরিচিতি এবং ব্যাসিক টুলস
  • এডভান্স  সিলেকশন টুলস এবং ইমেজ রিসাইজ
  • ব্রাশ টুলের ব্যবহার
  • ইমেজ রিটাছ টেকনিক
  • পেন টুলের ব্যবহার
  • গ্রেডিয়েন্ট টেকনিক এবং টাইফ টুলের ব্যবহার
  • এডভান্স ইমেজ ম্যানুপুলেশন টেকনিক
  • মকাপের মাদ্ধমে ডিজাইন প্রেজেন্টেশন
  • ডিজাইন এনালাইসিস টেকনিক
  • ফটোশপ দিয়ে কীভাবে লোগো বানায়
  • সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন
  • ব্যানার ডিজাইন
  • লেটার-হেড ডিজাইন
  • বিজনেস কার্ড ডিজাইন লাইভ প্রজেক্ট
  • ফ্লায়ার ডিজাইন লাইভ প্রজেক্ট
  • এডোবি ইলাস্ট্রেটর পরিচিতি এবং ব্যাসিক টুলস
  • কালার এবং গ্রেডিয়েন্ট টেকনিক
  • এডভান্স পেন টুলের ব্যবহার
  • Stroke Plate এবং Mesh টুলের ব্যবহার
  • পাথফাইন্ডার এবং ক্লিপিং মাস্ক
  • টাইপোগ্রাফি টেকনিক
  • ব্রাশ সিম্বল এবংট্রান্সফারেন্সি টুলের ব্যবহার
  • লোগো ডিজাইন লাইভ প্রজেক্ট
  • কিভাবে লোগো ডিজাইন করার জন্য আইডিয়া জেনারেট করবেন
  • বিজনেস কার্ড ডিজাইন লাইভ প্রজেক্ট
  • লেটার-হেড ডিজাইন লাইভ প্রজেক্ট
  • ইনভেলাপ ডিজাইন লাইভ প্রজেক্ট
  • ফ্লায়ার ডিজাইন লাইভ প্রজেক্ট
  • ওয়াল ক্যালেন্ডার ডিজাইন লাইভ প্রজেক্ট
  • ব্রশিউর ডিজাইন লাইভ প্রজেক্ট
  • প্রোডাক্ট প্যাকেজিং লাইভ প্রজেক্ট
  • ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস পরিচিত
  • ডিজাইন সিক্রেট
  • মাইক্রোস্টক পরিচিতি
  • ফাইভার/আপওয়ার্কে কীভাবে একাউন্ট খুলে
  • অফলাইনে কীভাবে ক্লাইন্ট পাওয়া যায়
  • প্রিমিয়াম রিসোর্স কীভাবে ব্যাবহার করতে হবে।
  • AI এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন

(এখানের মডিউল আরো যুক্ত হতে পারে কিংবা কিছু কমতে ও পারে) 

সর্বশেষ একটি পরিক্ষা নেওয়া হবে এবং পরিক্ষায় যারা ৮০+ মার্ক পাবে তাদের সার্টিফিকেট দেওয়া হবে

Three self-promotion tips for graphic designers — CW Creative

কীভাবে আমরা শিখাবো?

আপনি জেনে খুশী হবেন যে কাতারে আমরাই এক মাত্র বাংলাদেশী ট্রেনিং প্রতিষ্ঠান যারা বাংলাদেশী মানুষের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ইতিমধ্যে আমাদের কাছ থেকে ১০০+ স্টুডেন্ট ট্রেনিং নিয়েছেন। আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সের ব্যাচ শুরু হবে খুব শীঘ্রই । সাপ্তাহে ক্লাস ২ টি অনুষ্টিত হবে যথাক্রমে শুক্রবার ও শনিবার রাত ৯ ঘটিকার সময়। সর্বমোট ক্লাস হবে ২৪ টি যেখানে ১০ টি ফটোশপ, ১০ টি ইলাস্টেটর এবং বাকী ৪ টি ফ্রিল্যান্সিং সহ এক্সট্রা কিছু টিপস এন্ড ট্রিকস নিয়ে। সর্বমোট সময় লাগবে ৩ মাস। কোর্স ফিঃ ৮৫০ রিয়াল যা ভর্তি হওয়ার সময় আপনাকে ৫০০ রিয়াল দিয়ে আসন নিশ্চিত করতে হবে। এবং বাকী পেমেন্ট ক্লাস শুরুর আগে দিতে হবে। আমাদের কোর্সের আসন সিমিত তাই দ্রুত অফিসে এসে আসন নিশ্চিত করুন।

আমাদের অফিস ঠিকানাঃ

আমাদের এখানে কেন শিখবেন?

  • আমরা আমাদের কথায় অবিচল থাকার চেষ্টা করি
  • আমরা বিশ্বাস করি দক্ষতা মানুষকে আত্ববিশ্বাসী করে তোলে
  • কাতারেই আমরাই প্রথম এবং একমাত্র বাংলাদেশী ট্রেনিং প্রতিষ্ঠান যা সরকার অনুমোদিত।
  • আমরা শেখানোর ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি ব্যবহারের চেষ্টা করি
  • শিক্ষার্থীদের সঠিক গাইড লাইন প্রদান করা হয়
  • অভিজ্ঞ শিক্ষক সমুহ
  • প্রতিটি ব্যাচের জন্য আলাদা whatsapp গ্রুপ তৈরির মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়
  • কোর্সে ভালো পারফোমেন্স করলে ইন্টারশিপ এবং চাকরির সুযোগ
  • ডিজিটাল নিরিবিলি ক্লাসরুম
  • এছাড়াও রয়েছে আরো নানান সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?